প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৯:১৮ পি.এম

মিঠু সূত্রধর পলাশ: কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে এবং এর মাধ্যমে দেশের জনগণের অধিকার হরণের চেষ্টা চলছে।
শনিবার (৬ সেপ্টেম্বর ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রসুল্লাহবাদ ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেএম মামুনুর রশিদ বলেন, “আজকের দিনে দুঃখের সঙ্গে বলতে হয়, একটি গোষ্ঠী বিভিন্ন রকম উগ্রবাদের মাধ্যমে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। আমাদের দায়িত্ব হলো, ৭১ সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, ক্ষুদ্র জাতি-বড় জাতি এক হয়ে লড়াই করেছিলাম, সেভাবেই আমরা আবার আমাদের অধিকার রক্ষায়, প্রত্যাশিত স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”
কেএম মামুনূর রশিদ বলেন, "আমাদের বিশ্বাস আছে, জনাব তারেক রহমান সাহেব এখন পর্যন্ত যা বলেছেন এবং করেছেন, তাতে সকল জাতি এক হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন, “ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের পর, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরির জন্য আমাদের এক লক্ষ্য: প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। যেকোনো জাতি বা জনগণের প্রতি বৈষম্য সহ্য করা হবে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমান সবসময় বলেন, 'আমরা সবাই বাংলাদেশি, এবং সকলের অধিকার সমান।'”
তিনি আরো বলেন, “অতীতে সব কাজ সম্ভব হয়নি এবং সুবিচার করা কঠিন ছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির মূল চাবিকাঠি। সেই ৩১ দফায় রেইনবো বাংলাদেশের কথা বলা হয়েছে—একটি রেইনবো জাতির ধারণা আমরা সকলের সঙ্গে মিলিতভাবে গড়তে চাই। এটি আমাদের লক্ষ্য।”
সমাবেশে রসুল্লাবাদ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো: খন্দকার সাদেকুর রহমান(ভাষাণী) সভাপতিত্বে ও রসুল্লাবাদ ইউনিয়ন কৃষকদলের সদস্য সাদ্দাম হোসেন (সাদেক)এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কে এম মামুনুর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীনগর উপজেলা মহিলা দলের সভাপতি, ও কেন্দ্রীয় সংসদের মহিলা দলের সদস্য, প্রফেসর নাইলা ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের সদস্য, মো: কামাল হোসেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক,
মো:আল-আমিন,নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব, মো: আনোয়ার হোসেন (বাবুল) নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক মো: আনোয়ার হোসেন, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, খন্দকার মাহাবুবুর রহমান শাহীন,রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মোছেন, জিনদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো: রাব্বি হাসানসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।