নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন বাঘাউড়া উত্তর পূর্ব পাড়া ঈদগাহের উত্তর বাড়ির একটি বসত ঘরে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাই । বুধবার সন্ধ্যায় মরহুম আবুবকর ছিদ্দিক , পিছন মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, বুধবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।আমরা সবাই তখন নামাজে ছিলাম,বাড়ির সবার চিৎকার শুনে আসি।এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে।পরে আমরা আগুন নিবানোর চেষ্টা করি,প্রায় এক ঘন্টা চেষ্টা করে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনে । এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নেভানো হলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করা যায়নি ৩ ডাম চাওলা , ১ ডাম মরিচ ও আসবাবপত্র প্রায় ৩ লাখ টাকার মালামাল সহ বসতঘর পুড়ে ছাই হয়েছে। পিছন মিয়ার স্ত্রী আনুয়ারা বেগম বলেন,আমি ঘরে ছিলাম না হঠাৎ আগুনের শব্দ শুনতে পাই, বের হয়ে দেখি আমার ঘরে আগুণ লেগেছে।আমি চিৎকার করতে দেখে গ্রামের লোকজন আগুন নিবানোর জন্য আসে।আগুন নিবানো হলেও আমার ঘরে আর কিছুই নেই সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেল।আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই রইল না। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহ পাঠানো তথ্যচিত্রে স্টার টিভি নবীনগর।