প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:৫৮ পি.এম
নবীনগর উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়তে বিএনপি’র প্রার্থী হতে চান- স্থপতি আব্দুল আওয়াল

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্থপতি মোহাম্মদ আব্দুল আওয়াল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, নবীনগর উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়তে, এলাকার অবহেলিত জনগোষ্ঠীর পাসে দাড়াতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন,“৩১ দফা কর্মসূচি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত অনুভব করি। তাই আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাইবো। তবে তারা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।”
আওয়াল আরও বলেন, দেশের রাজনৈতিক উত্থান-পতনের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি এগোতে চান। তার ভাষায়—“রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সময়োপযোগী ও বাস্তবসম্মত। এটি বাস্তবায়নে অংশ নেওয়াই আমার লক্ষ্য।”
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি