নবীনগর ইব্রাহিমপুরে মাদকাসক্ত ছেলের আগুনে ঘর সহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে মাদকাসক্ত ছেলে তার নিজের ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান মঙ্গলবার সকালে ইব্রাহিমপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত গৌরাঙ্গ পালের ছেলে কৃষ্ণ পাল তার মায়ের কাছে মাদক সেবন এর জন্য টাকা চায়। তার মা টাকা দিতে অনীহা প্রকাশ করলে কৃষ্ণ রেগে গিয়ে তার নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০/১২ জন কর্মী আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে এই ঘটনায় কৃষ্ণকে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।