নবীনগরে ২৫শে মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ, গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫শে মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সাহন, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ সাইদুর রহমান, সংবাদকর্মী আবু কাউসার, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জামাল হোসেন পান্না প্রমুখ।
এ সময় বক্তারা একাত্তরের ২৫শে মার্চে নিরীহ-নিরস্ত্র বাঙালির উপর পাক-বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের সমালোচনা করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
একই সময়ে উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জাতির পিতা, ২৫শে মার্চ ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।