নবীনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ই মার্চ) সকালে নবীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন, উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া, সংবাদকর্মী আবু কাউসার।
এ সময় অন্যান্যের মধ্য আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, শুভেন্দু চক্রবর্তী শুভ, জামাল হোসেন পান্না, ও উপজেলার স্কাউট সদস্য বৃন্দ।
বক্তারা একাত্তরের ৭ই মার্চে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও পটভূমি নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত বক্তৃতা দেওয়ায় স্কাউট সদস্য জোবায়ের হোসেনকে পুরষ্কার দেওয়া হয়।