স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে নিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত সারা দেশের ন্যায় নবীনগরেও এ ভূমি সেবা সপ্তাহ ২০২৩-এর কার্যক্রম চলবে।
নবীনগরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন, নবীনগর থানার ওসি মো. সাইফউদ্দিন আনোয়ার,প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রর্তী শ্যামল, সাংবাদিক সঞ্জয় সাহা, সাংবাদিক আবু কাউছার, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,সাংবাদিক শফিউল আলম প্রমুখ।
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান বলেন, সারা দেশে স্মার্ট ভূমি ব্যবস্থা চালু হলে নাগরিকগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না।একবার কোথাও ডিজিটাল জরিপ সম্পন্ন হলে, সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে।