প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৪:৫১ পি.এম
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অত্র কলেজের অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সদস্য মো. আলমগীর হোসেন, মো. মতিউর রহমান, আরিফা আক্তার ও সনজিব ভট্টাচার্য প্রমুখ।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মো. ইকবাল হোসেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক, খুবই সুশৃংখলভাবে তারা শ্রেণিকক্ষে পাঠদান করে, নিয়মিত পরীক্ষা নেয়। এজন্য তোমরা যদি আমাদের কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলো, নিয়মিত কলেজে ক্লাস করো, তাহলে তোমরা অবশ্যই সফল হতে পারবে। তিনি বলেন, এ কলেজে যারা ভর্তি হয় নাই, তারা যেনো আফসোস করে এটাই আমাদের কর্ম দ্বারা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ্। তিনি ভালো শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হবে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিঁটিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের মাঝে এক উৎসবের আমেজ বিরাজ করে। বিশেষ করে ওরিয়েন্টেশন ক্লাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ছিল বেশ উচ্ছ্বসিত।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি