প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৬:৫৪ পি.এম
নবীনগরে বজ্রপাতে স্বামী নিহত, স্ত্রী অবস্থা আশঙ্কাজনক

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তাঁরা দুজনেই আক্রান্ত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরআলীকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় তাঁর স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, বজ্রপাতের শব্দ শোনার সঙ্গে সঙ্গে নজর আলী ও তাঁর স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি