প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৫৮ পি.এম
নবীনগরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের ডুবার পানিতে পড়ে যায় তিশা ও আরিয়ান। পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে পানিতে ভেসে থাকা এক শিশুর মরদেহ দেখতে পান। সন্দেহ হলে তিনি আরও খোঁজ করে আরেকজনের মরদেহও দেখতে পান।পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশ্ববর্তী ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই বোন মারা গেছে।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি