প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৮:১১ পি.এম
নবীনগরে নির্মানের পথে ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের বিশেষ উদ্যোগে শুরু হয়েছে এ আন্তর্জাতিক মানের সংগীত যাদুঘর নির্মাণের কার্যক্রম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিউজিয়াম প্রকল্পের এলাকা সরেজমিন পরিদর্শন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী।
তিনি বলেন, “মাননীয় অর্থ উপদেষ্টা ও জেলা প্রশাসকের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় শিবপুরে খুব শিগগিরই বাস্তবায়িত হচ্ছে দ্যা আলাউদ্দিন মিউজিয়াম। এটি চালু হলে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি শিবপুর আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে যুক্ত হবে একটি উজ্জ্বল নাম হিসেবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মাছরাঙা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠকরা।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জানান, আলাউদ্দিন খাঁ শুধু একজন শিল্পীই নন, তিনি ছিলেন একটি যুগের প্রতীক। তার হাত ধরে ভারতীয় ধ্রুপদী সংগীতে সৃষ্টি হয়েছে নতুন ধারার। তাই এই মিউজিয়াম কেবল একটি ভবন নয়, এটি হবে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভাণ্ডার। তাই মিউজিয়াম প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি শিল্পী, গবেষক ও সংগীতপ্রেমীদের ভিড়ে মুখর হয়ে উঠবে শিবপুর। সৃষ্টি হবে কর্মসংস্থান, বিকশিত হবে পর্যটন ও অর্থনীতি।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি