রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

নবীনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

প্রতিনিধির নাম / ৪৭৬ বার
আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নবীনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। বাঙালি সংস্কৃতিকর অনুষঙ্গ বর্ষবরণ উদযাপনে আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহামুদা জাহান, সাবেক মুক্তি যুদ্ধা কমান্ডার সামছুল আলম শাহান,উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের সহকারি অধ্যক্ষ শুক্লা রাণী ভট্টাচার্য, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, সহকারি প্রধান শিক্ষক কাজি ওয়াজেদ উল্লাহ জসিম, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নূর নাহার বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, ইন্সপেক্টর তদন্ত মো. সোহেল, তিতাস কচিকাঁচা মেলার পরিচালাক আবু কামাল খন্দকার, শিল্পকলার সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

Categories