ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওর্য়াডের ফজলুল করিম মার্কেট গতকাল শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীনগর পৌর ২নং ওর্য়াডের আমীর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে কর্ম পরিষদের সদস্য মাওলানা নাজমুল আলম আরীফ।
কর্মী ও সুধী সমাবেশ বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিম, জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী আইনজীবী শেখ মকবুল হোসেন, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ শরীফুল ইসলাম।