ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের
আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
৩১ মার্চ শুক্রবার রাজধানীর শিল্পকলার সন্নিকটে সেগুন বাগিচায় “বাগিচা রেস্টুরেন্ট (গ্র্যান্ড হল ২য় তলা)”এ বর্নাঢ
আয়োজনে ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের সকল সদস্য সহ এলাকার বিভিন্ন স্তরের শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের ব্যক্তিগত উদ্যোগে তারা এ মিলন মেলার আয়োজন করেন।
তারা অতীতের মতো এলকার নানা উন্নয়নে নিজদের নিবেদিত রেখেছে। আগামীতেও তারা দুস্ত ও অসহায়দের নানা কর্মসূচি পালন করতে উদ্যোগ নেওয়া নিয়েছে।