জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বল
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধু মুরালে এ মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকারম হোসেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম সোহরাফ, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছার, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ সাংস্কৃতিক ও সুধীসমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।