স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রনালয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশুগঞ্জে স্মার্ট ভূমিসেবা নিয়ে ভূমি সেবা সপ্তাহের( ২০২৩)উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার( ২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্য্যালয়ের মাঠ প্রাঙ্গনে আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শ্যামল চন্দ্র বসাক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু,চরচারতলা ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,সেবা গ্রহীতা ছাড়াও উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ। তাছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ভূমি সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অতিথি ও উপস্থিত সকলের মাঝে আলোচনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজি তাহমিনা শারমিন।
সবশেষে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান,পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন।
উল্লেখ যে,আশুগঞ্জ সহ সারাদেশে মোট ০৭ টি উপজেলা স্মার্ট ভূমি সেবা নিয়ে এ বছর ভূমি সেবা সপ্তাহের কাজ শুরু করেছেন।