রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

আশুগঞ্জে সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

জহির সিকদার / ৫০১ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

আশুগঞ্জে সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে আশুগঞ্জ এলএসডি গোডাউনে আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শ্যামল চন্দ্র বসাক ফিটা কেটে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন।
এ সময় আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান মিয়া,উপজেলা চাতাল কল মালিক সিমিতির সাধারণ সম্পাদক হেলাল সিকদার ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মিল ব্যবসায়ীকরা উপস্থিত ছিলেন।
সংগ্রহ অভিযানের ব্যাপারে আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সোলাইমান মিয়া বলেন,চলতি বছর মিল মালিকদের নিকট খেকে ৫১৯৫৮ মেট্রিক টন সিদ্ব চাল ৪৪ টাকা দরে সরকারীভাবে ক্রয করা হবে এবং ৩৫৭ মেট্রিক টন বোরো ধান প্রান্তিক চাষীদের নিকট হতে ৩০ টাকা কেজি দরে সরকারীভাবে ক্রয় করা হবে।
উল্লেখ্য যে,চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত উক্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

Categories