জহির সিকদার,আশুগঞ্জ প্রতিনিধিঃ “শেখ হাসিনার মুলনীতি,গ্রাম শহরের উন্নতি” এ স্লোগানে আশুগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস,র্যালী ও আলোচনা সভা পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা। আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আড়াইসিধা ইউপি চেয়ারম্যান আবু সায়েম মিঠু,দূর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, তালশহর ইউপি চেয়ারম্যান সোলাইমান মিয়া ও শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী ছাড়া ও আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহমেদ,উপজেলার সমাজসেবা কর্মকর্তা রাফিউদ্দিন,তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার,ডাঃ নূপুর সাহা,প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদিন,যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি,উপজেলার ০৮ টি ইউপির সচিবগন,ইউপি’র ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন ছাড়াও অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভার আগে র্যালী শেষ করে অতিথিবৃন্দ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। এতে উপজেলার ০৮ টি ইউনিয়ন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আশুগঞ্জ ও এলজিইডি আশুগঞ্জ অংশগ্রহণ করেন।